‘জিডিপি প্রবৃদ্ধি নিয়ে আওয়ামী লীগ মিথ্যাচার করেছে, রাজনীতি করেছে’
বিগত আওয়ামী লীগ সরকার জিডিপি প্রবৃদ্ধির যে পরিসংখ্যান দেখিয়েছিল তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিষয়ক শ্বেতপত্র প্রস্তুতি কমিটির সভাপতি ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ডিস্টিংগুইশড ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।
আর্থিক ও অর্থনৈতিক সংস্কারবিষয়ক আলোচনার অংশ হিসেবে 'অ্যাকশনেবল ফিন্যানসিয়াল অ্যান্ড ইকোনোমিক পলিসিজ ফর অ্যান ইনক্লুসিভ, ইক্যুইটেবল অ্যান্ড প্রোসপারিওস বাংলাদেশ' শীর্ষক প্লেনারি সেশনে সিপিডি ফেলো বলেন, 'বড় সমস্যা হচ্ছে প্রবৃদ্ধির হিসাবটি মিথ্যা।'
'প্রবৃদ্ধির তথ্যে গুরুতর সমস্যা এবং তথ্য ও তথ্যের রাজনীতিকরণ ছিল' উল্লেখ করে দেবপ্রিয় আরও বলেন, 'দীর্ঘদিন ধরে প্রবৃদ্ধির যে চিত্র দেখানো হয়েছে তা বিশ্লেষণ করা না হলে সংস্কার নিয়ে এগিয়ে যাওয়া কঠিন হবে।'
গতকাল শনিবার ঢাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ সরকারের কাছ থেকে কী ধরনের অর্থনীতি পেয়েছে তা দেবপ্রিয় ভট্টাচার্য স্পষ্ট করার চেষ্টা করেন।
গত কয়েক বছর ধরে ৬-৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির যে কথা বলা হয়েছে, তা কেন সঠিক নয়, তার ব্যাখ্যা দিয়ে এই অর্থনীতিবিদ বলেন, 'গত ১০ বছর ধরে বেসরকারি খাতে বিনিয়োগ ছিল জিডিপির ২৩ শতাংশ। বেসরকারি বিনিয়োগ ছাড়াই জিডিপি বাড়ছিল। সরকারি বিনিয়োগ ছিল ছয় থেকে আট শতাংশ।'