You have reached your daily news limit

Please log in to continue


দীর্ঘদিন ভোটাধিকার ছাড়া রাখলে বর্তমান সরকারের পরিণতিও ভালো হবে না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, এই দেশের মানুষ চায় গণতন্ত্র, চায় ভোটাধিকার। শেখ হাসিনার এ রকম ন্যাক্কারজনক পতনের প্রধান কারণ তিনি মানুষের ভোটাধিকারকে সম্মান করেননি। পরপর বেশ কয়েকবার মানুষকে সঠিকভাবে ভোট দিতে দেননি। যার ফল এটা হয়েছে। দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার ছাড়া রাখলে, এখন যারা আছে তাদের পরিণতিও খুব ভালো হবে না।

রোববার (১৭ নভেম্বর) সকালে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, মানুষ অনেক আশা করেছিল, কিন্তু এই তিন মাসে মানুষ সেই আশার ফল পায়নি। সাধারণ মানুষের যে উপার্জন, তারা বাজারে যেতে পারছে না। স্ত্রী-সন্তান নিয়ে খেতে পারছে না ভালোভাবে। যারা সরকার চালাচ্ছেন তারা যেন মানুষের কথা বিবেচনা করেন। ক্ষমতা কারো জন্য চীরস্থায়ী নয়, যারা ছিলেন তাদের জন্য যেমন নয়, আজকে যারা এসেছেন তাদের জন্যও চীরস্থায়ী নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন