কথা ছিল ‘ফ্রি চিকিৎসা’ পাবে নুহা-নাবা, এখন কেবিন ভাড়াই ২২ লাখ

বিডি নিউজ ২৪ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৪, ০৯:৪৫

মেরুদণ্ড জোড়া লাগানো দুই শিশু নুহা-নাবা ব্যয়বহুল আর জটিল অস্ত্রোপচারের পর আলাদা হয় নয় মাস আগে; এখন অনেকটা সুস্থ হলেও তারা ফিরতে পারছে না বাড়িতে।


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে গত ৭ নভেম্বর তাদের ছাড়া পাওয়ার কথা ছিল। কিন্তু এর মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ যে বিল ধরেছে, তাতে নুহা-নাবার বাবা আলমগীর হোসেনের মাথায় আকাশ ভেঙে পড়েছে।


প্রায় দুই বছর বিএসএমএমএমইউ এর কেবিন ব্লকে ভর্তি দুই শিশু। সেই কেবিন ভাড়া বাবদ আলমগীরকে এখন ২২ লাখ টাকা বিল পরিশোধের কথা বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও দুই শিশুর চিকিৎসার খরচ দেওয়ার ঘোষণা ছিল আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে।


গণআন্দোলনে সরকার পতনের পর এখন বিলের বিষয়টি নিয়ে দপ্তরে দপ্তরে ঘুরছেন আলমগীর। কীভাবে কী করবেন, তা ভেবেও কূলকিনারা পাচ্ছেন না। বিল মওকুফ হবে কিনা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও সে ব্যাপারে স্পষ্ট কিছু বলছে না। উল্টো ‘মামলার ভয়’ দেখানোর অভিযোগ উঠেছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও