সরকারের অদক্ষতা জনগণ সহজভাবে মেনে নেবে না
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে মনে রাখা দরকার জনগণের সকল দাবি হয়তো তাদের পক্ষে পূরণ করা সম্ভব নয়। কিন্তু সরকার পরিচালনায় যদি অদক্ষতা পরিলক্ষিত হয় সেটাও জনগণ সহজভাবে মেনে নেবে না। রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয়, তাহলে জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসেবেই বিবেচিত হবে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সব কাজ সবার কাছে সাফল্য বলে বিবেচিত হবে না। কিন্তু তাদের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা, গণতন্ত্রকামী স্বাধীনতাপ্রিয় মানুষের ব্যর্থতা। এই সরকারকে ব্যর্থ করে দিতে পলাতক স্বৈরাচার ও তার দোসরা কিন্তু বসে নেই। দেশে ও বিদেশে, প্রশাসনের ভিতরে ও বাহিরে যড়যন্ত্রকারীরা ওঁৎ পেতে আছে, কিভাবে বর্তমান সরকারকে ব্যর্থ করে দেওয়া যায়। ব্যর্থ করে দিলে গণতন্ত্রকে ব্যর্থ করে দেওয়া যাবে, দেশের কোটি কোটি মানুষ যারা গণতন্ত্রকে ভালোবাসে তাদেরকে ব্যর্থ করে দেওয়া যাবে। এমন একটা পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয়, জনগণের যে আকাঙ্ক্ষা সেখানে ভ্রুক্ষেপ করতে চাচ্ছে না। বরং তারা যেটা ভালো মনে করছে, সেটাই হয়তো চাপিয়ে দিতে চাচ্ছে। অনেক অপ্রাপ্তি থাকার পরও জনগণ কিন্তু এখনো এই সরকারের ওপর আস্থা রাখছে। জনগণ আস্থা হারাতে চাচ্ছে না। প্রশ্ন হচ্ছে- সরকার কী জনগণের ওপর আস্থা রাখতে চায়? কারণ জনগণের সঙ্গে সরকারের আস্থার সর্ম্পক নিবিড় থাকলে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রের ডালপালা বিস্তারের সুযোগ পাবে না।
শনিবার বিকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের (জেটেব) তৃতীয় কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। এতে কাউন্সিলরদের ভোটে ফখরুল আলমকে জেটেবের সভাপতি ও রুহুল আমিন আকন্দকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।