You have reached your daily news limit

Please log in to continue


বাজার নিয়ন্ত্রণে নির্লিপ্ততার সুযোগ নেই

রাজনীতি নিয়ে অস্পষ্টতা বাড়ছে। কী হচ্ছে বা হতে যাচ্ছে তার গতিপ্রকৃতি সহজ মনে হচ্ছে না। অফিস-আদালত-বাজার ও নাগরিক জীবন পরিচালনায় একধরনের নির্লিপ্ততা দেখা যাচ্ছে। এর গভীর প্রভাব পড়ছে সমাজের নানা ক্ষেত্রে। বাজার ব্যবস্থা তার মধ্যে অন্যতম।

একটি দেশ কেমন চলে তা মাপার বড় মাপকাঠি হলো বাজার। বাজার হলো সরকার ও জনগণের জন্য দৈনন্দিন পরীক্ষার ক্ষেত্র। ধনী, নির্ধন, গরিব, শ্রমিক ও খেটেখাওয়া মানুষ সবাইকে বাজারে যেতে হয়, বাজার করতে হয়, বেঁচে-বর্তে থাকতে হয়। অথচ, একটি সহনশীল বাজার ব্যবস্থা গড়ে উঠছে না।

সহনশীল বাজার ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে সুনির্দিষ্ট তৎপরতা চোখে পড়ছে না। জিনিসপত্রের দাম ক্রমশ বাড়ছে। জনগণ হা-হুতাশ করছে। বাজারে পণ্যদ্রব্যের দাম বাড়ার কারণে জনগণের খাদ্য অধিকার সংকুচিত হচ্ছে। প্রতিদিনের জীবন কঠিন হয়ে উঠছে। বাজারের ওপর রাষ্ট্রের ন্যূনতম নিয়ন্ত্রণ থাকতে হবে। আর তা না হলে বাজারের পাগলা ঘোড়ার লাগাম টানবে কে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন