ওয়েস্ট ইন্ডিজ সফর: নতুন সমন্বয়ের খোঁজে বাংলাদেশ

প্রথম আলো প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৪, ১০:২৫

ইংল্যান্ড দলের ওয়েস্ট ইন্ডিজ সফর এখনো শেষ হয়নি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর এখন চলছে দুই দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর মধ্যেই বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে গেছে। এক মাস দীর্ঘ সফরের শুরুটা হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। সিরিজে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টিও আছে। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ২২ নভেম্বর শুরু হবে দুই দলের প্রথম টেস্ট, জ্যামাইকার স্যাবাইনা পার্কে সিরিজের দ্বিতীয় টেস্ট ৩০ নভেম্বর থেকে।


তার আগে বাংলাদেশ সময় আজ রাত তিনটা থেকে অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। অ্যান্টিগার এ মাঠে এর আগেও খেলেছেন মিরাজ-মুমিনুলরা। ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ দল সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছিল ২০২২ সালে। সেবারও এ মাঠে প্রস্তুতি ম্যাচ খেলে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের আগে এখন পর্যন্ত দুই দিন অ্যান্টিগার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের একাডেমিতে অনুশীলন করেছে বাংলাদেশ দল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও