কারা আসছে চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল পরিচালনায়
জাহাজ থেকে কনটেইনার ওঠানো–নামানোর জন্য ২০০৭ সালে চট্টগ্রাম বন্দরে গড়ে উঠেছিল নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)। দুই বছরের মাথায় টার্মিনালটির যন্ত্রপাতি খাতে বিনিয়োগ করে পরিচালনার জন্য বিদেশি প্রতিষ্ঠান নিয়োগের দরপত্রও ডাকা হয়েছিল; কিন্তু তৎকালীন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান ও সংসদীয় কমিটির সভাপতি নূরে আলম চৌধুরীর হস্তক্ষেপে সে দরপত্র বাতিল করে বন্দর কর্তৃপক্ষ। তাতে বিদেশি বিনিয়োগ হাতছাড়া হয়ে যায়। এরপর বন্দর কর্তৃপক্ষ দেশি প্রতিষ্ঠানকে যন্ত্রপাতি কিনে এনসিটি পরিচালনার ভার দেয়।
২০০৭ সালের ডিসেম্বরে পাঁচ জেটির এই টার্মিনাল নির্মাণে বন্দরের ব্যয় হয়েছিল প্রায় ৪৬৯ কোটি টাকা। তবে বারবার আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও নেতাদের হস্তক্ষেপে টার্মিনালটি আট বছরেও পুরোপুরি চালু করা যায়নি। আর টার্মিনালের সব যন্ত্রপাতি কিনতে বন্দরের তো সময় লেগে যায় প্রায় ১৫ বছর। সর্বশেষ যন্ত্রপাতি কেনা হয় ২০২৩ সালে। সব মিলিয়ে এই টার্মিনালে জেটি ও যন্ত্রপাতি খাতে বিনিয়োগ হয়েছে প্রায় আড়াই হাজার কোটি টাকা। বিদেশিদের হাতে দিলে এই অর্থ বিদেশি বিনিয়োগ হিসেবে আসত দেশে।