বছরের প্রথম দিনে বই পাবে না অর্ধেক শিক্ষার্থী!
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৪, ০৯:২০
নতুন বছরের বাকি মাত্র ৪৫ দিন। এখনো ছাপার বাকি প্রায় ৩৫ কোটি বই। প্রাথমিকের বই ছাপা শুরু হলেও মাধ্যমিক ও মাদরাসার বইয়ের কাজ শুরু হয়নি। মাঝে আছে মাত্র একটি মাস।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ডিসেম্বরের মধ্যে এত বই ছাপা সম্ভব নয়। এমনকি অর্ধেক বই ছাপাও খুব কঠিন। এমন পরিস্থিতিতে আগামী বছরের প্রথম দিন শিক্ষার্থীরা অর্ধেক বইও পাবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) শিক্ষার্থীদের হাতে যথাসময়ে নতুন বই দেওয়ার প্রত্যাশার কথা জানিয়েছে।
এনসিটিবি সূত্র জানায়, আগামী শিক্ষাবর্ষের জন্য ৪০ কোটি ১৫ লাখ ৬৭ হাজার ২০২টি পাঠ্য বই ছাপার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রাথমিকের বই ৯ কোটি ১৯ লাখ ৫৪ হাজার ৩৫৫টি। বাকি প্রায় ৩০ কোটির বেশি বই মাধ্যমিক, মাদরাসা ও কারিগরি স্কুলের।