ঘোড়দৌড় প্রতিযোগিতার নির্বাচন নাকি আনুপাতিক নির্বাচনী ব্যবস্থা, কোনটা?
জনপ্রতিনিধি নির্বাচনের জন্য আসনভিত্তিক সংখ্যাগরিষ্ঠতার যে পদ্ধতি আমরা বাংলাদেশে ব্যবহার করি, এর নাম ‘ফার্স্ট পাস্ট দ্য পোস্ট’। এই নাম এসেছে মূলত ঘোড়দৌড় প্রতিযোগিতা থেকে, যেখানে সবার প্রথমে যে ঘোড়াটি পোস্ট, অর্থাৎ ফিনিশ লাইন অতিক্রম করবে, সেটিই প্রতিযোগিতায় জিতবে। পেছনের অন্য সব ঘোড়া কত সামনে বা কাছাকাছি ছিল, সেগুলোর কিছুই এখানে বিবেচনা করা হয় না। বিজয়ী নির্ধারণের এই পদ্ধতিকে সে জন্য ‘উইনার টেকস অল’ ব্যবস্থা হিসেবে দেখা হয়।
সংসদীয় নির্বাচনের ক্ষেত্রে প্রথম দেখায় এই পদ্ধতিকে বেশ সহজ ও ন্যায্য মনে হলেও আসলে তা নয়। এই পদ্ধতিতে একটি আসনে সব প্রার্থীর মধ্যে যিনি বেশি ভোট পান, তিনিই ওই আসনে জয়ী হন। কিন্তু সমস্যা হলো ভোটাররা প্রায় সব সময়ই আসলে তাঁর আসনের প্রার্থীকে নয়, বরং তিনি যে জাতীয় দলের সদস্য, সে দলের জন্য সেই দলের মার্কাতে ভোট দেন। তাই কোনো দলের দেশব্যাপী জনসমর্থন থাকলেও, দলটি যদি নির্দিষ্টসংখ্যক আসনে তুলনামূলক সংখ্যাগরিষ্ঠ ভোট (প্লুরালিটি ভোট) না পায়, তাহলে জাতীয় সংসদে তারা তাদের জনসমর্থনের অনুপাতে আসন পায় না।