স্পেনে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু
স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় জারাগোজা শহরের কাছে ভিলাফ্রাঙ্কা দে এব্রোতে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে জরুরি সেবা বিভাগ।
আঞ্চলিক সরকারের এক মুখপাত্র বলেন, শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে 'জার্ডিন্স দে ভিলাফ্রাঙ্কা' বৃদ্ধাশ্রমে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন নেভাতে দমকল কর্মীদের বেশ কয়েক ঘণ্টা সময় লেগে যায়।
৩৫ কিলোমিটার দূরের শহর জারাগোজা থেকে দমকল কর্মী, অ্যাম্বুলেন্স ও পুলিশ এসে উদ্ধারকাজে অংশ নেয়। হতাহতরা সবাই ওই নিবাসের বয়স্ক মানুষ বলে সাংবাদিকদের জানিয়েছেন জাতীয় সরকারের শীর্ষ এক কর্মকর্তা।
অগ্নিকাণ্ডের সময় সেখানে ৮২ জন বৃদ্ধ ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। রয়টার্স লিখেছে, উদ্ধারকৃত একজনের অবস্থা আশঙ্কাজনক। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছেন চিকিৎসাধীন বেশ কয়েকজন।