বিশ্বের সবচেয়ে বড় প্রবালের সন্ধান মিলল প্রশান্ত মহাসাগরে
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরের সলোমন দ্বীপপুঞ্জে বিশ্বের সবচেয়ে বড় প্রবালের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এ প্রবাল নীল তিমির চেয়েও বড়।
সলোমন দ্বীপ পাপুয়া নিউগিনির পূর্বে এবং ভানুয়াতুর উত্তর-পশ্চিমে ওশেনিয়ার ছয়টি বড় দ্বীপ এবং ৯০০টিরও বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপদেশ। সেখানে পাওয়া প্রবালটি অনেক ক্ষুদ্র জীবের সমন্বয়ে তৈরি একটি একক জীব। এটি ৩০০ বছরেরও বেশি পুরানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ন্যাশনাল জিওগ্রাফির ভিডিওগ্রাফার মানু সান ফেলিক্স প্রশান্ত মহাসাগরের প্রত্যন্ত অঞ্চল পরিদর্শনের সময় এ প্রবালের সন্ধান পান। তিনি মূলত গিয়েছিলেন প্রশান্ত মহাসাগরের প্রত্যন্ত অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ফলে কী ধরনের প্রভাব পড়েছে তা দেখতে।