ভারতের দরজা বন্ধ, মালদ্বীপ-থাইল্যান্ডের ফ্লাইটে পর্যটকদের চাপ
চলতি বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা বন্ধ রেখেছে ভারত সরকার। ভিসা কবে চালু হবে এ বিষয়ে কোনো আশ্বাস পাওয়া যায়নি। বাংলাদেশ থেকে প্রতি বছরই সর্বোচ্চ সংখ্যক পর্যটক ভারতের কলকাতা, দিল্লি, দার্জিলিং, সিকিম, মেঘালয়ে যেতেন। তবে ভিসা বন্ধের কারণে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতে যাত্রীদের চাপ বাড়ছে।
বাংলাদেশে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্সগুলো জানিয়েছে, ৫ আগস্টের পর থেকে বাংলাদেশিদের জন্য ভারতের শুধুমাত্র শিক্ষা ও চিকিৎসা ভিসা চালু রয়েছে। পর্যটক ভিসা বন্ধ হওয়ায় দেশের এভিয়েশন খাতে বড় প্রভাব পড়েছে।
ভারত সীমিত আকারে ভিসা কার্যক্রম চালাচ্ছে, তাই যাত্রী পাওয়া যাচ্ছে না। আবার ভিসা থাকা সত্ত্বেও বিমানবন্দরে হয়রানি বা আটকের ভয়ে অনেকে ভারতমুখী হচ্ছেন না। ফলে দেশটির বিভিন্ন রুটে যাত্রী সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। সব এয়ারলাইন্স তাদের ভারত রুটের ফ্লাইট সংখ্যা ৩ ভাগের ১ ভাগে নামিয়ে এনেছে।