ব্যাংকের ওপর আস্থা কমায় টাকা না রেখে সঞ্চয়পত্র কিনছে মানুষ

কালের কণ্ঠ প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৪, ১৭:৫৯

গত জুলাই থেকে ইতিবাচক ধারায় ফিরে আসা জাতীয় সঞ্চয়পত্রের বিক্রি অব্যাহত আছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরেও মানুষ সঞ্চয়পত্র ভাঙার চেয়ে কিনেছে বেশি। আর এর আগে ২০২৩-২৪ অর্থবছরের বেশির ভাগ সময়েই নেতিবাচক ধারায় ছিল সঞ্চয়পত্র বিক্রি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৪-২৫ সালের তৃতীয় মাস সেপ্টেম্বরে সঞ্চয়পত্র বিক্রি ইতিবাচক ধারায় রয়েছে। এ মাসে আগের সুদ-আসল পরিশোধ করেও চার হাজার ১০৯ কোটি টাকা ইতিবাচক রয়েছে। এ ছাড়া চলতি বছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) আগের আসল-সুদ পরিশোধ করেও আট হাজার ৩৩২ কোটি টাকা ইতিবাচক রয়েছে।


কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে সঞ্চয়পত্র বিক্রির ধারা ছিল নেতিবাচক।

ওই সময়ে বিক্রির চেয়ে আগের সুদ-আসল বাবদ বেশি পরিশোধ করতে হয়েছিল ১৪৭ কোটি ৮৫ লাখ টাকা। আর একই অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বিক্রির চেয়ে আগের সুদ-আসল বাবদ বেশি পরিশোধ করতে হয়েছিল এক হাজার ২৬৪ কোটি টাকা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও