মালদ্বীপের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৪, ১৯:৪৩

শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলল বাংলাদেশ; কিন্তু ফিনিশিংয়ের দুর্বলতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারলেন না রাকিব হোসেন, শেখ মোরসালিনরা। রক্ষণের অসতর্কতায় খেলার ধারার বিপরীতে গোলও হজম করল তারা। তাতে মালদ্বীপের বিপক্ষে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করল স্বাগতিকরা।


বসুন্ধরা কিংস অ্যারেনায় বুধবার মালদ্বীপের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেছে বাংলাদেশ। ১৯তম মিনিটে ফ্রি কিক থেকে হেডে গোলটি করেন মালদ্বীপের মিডফিল্ডার আলি ফাসির।


জাতীয় দলের হয়ে অভিষেক হলো ডিফেন্ডার শাকিল আহাদ তপুর। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকায়, এই ম্যাচে নেতৃত্বের আর্মব্যান্ড ওঠে ডিফেন্ডার তপু বর্মনের বাহুতে।


ম্যাচের ষষ্ঠ মিনিটেই ভালো একটি আক্রমণ শাণায় বাংলাদেশ। মোরসালিনের শট ডিফেন্ডার ইউসুফ হুসেইন কোনোমতে পা দিয়ে আটকান, এরপর তার ফিরতি প্রচেষ্টাও প্রতিহত হয় আরেকজনের গায়ে লেগে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও