![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-02%252F1a04b921-791e-4505-9557-6e7312fbae74%252FComilla_Palyers_IMRUL_during_practice___2.jpg%3Frect%3D0%252C0%252C5472%252C3648%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
লাল বলের অধ্যায় শেষ করে দিচ্ছেন ইমরুল
প্রথম আলো
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৪, ১৮:৩২
ফেসবুকে তাঁর ভেরিফায়েড পেজে করা পোস্টের ক্যাপশনে লেখা, ‘বিদায় টেস্ট ক্রিকেট। আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ।’
ইমরুল কায়েসের ফেসবুক পেজের পোস্টে এ ক্যাপশন দেখেই বিষয়টি আন্দাজ করে নেওয়া যায়। টেস্ট ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ক্যাপশনের সঙ্গে ভিডিও বার্তায় ক্লিক করে জানা গেল আরও বিশদ, আগামী শনিবার টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নেবেন ইমরুল।
ভিডিও বার্তার শুরুতে ইমরুলকে শেরেবাংলা স্টেডিয়ামের টানেল দিয়ে হাঁটতে দেখা যায়। বিচ্ছেদি সুরের সঙ্গে তাঁর ক্যারিয়ারের কিছু অংশের ভিডিও দেখানো হয়। এরপর গ্যালারিতে বসে ইমরুল বলেন, ‘আমি বাংলাদেশের সকল ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে একটি বিষয় জানাতে চাচ্ছি।’
- ট্যাগ:
- খেলা
- অবসর
- টেস্ট ক্রিকেট
- ইমরুল কায়েস