স্মার্টফোনে সাউন্ড কমে গেলে কী করবেন?
স্মার্টফোনের সাউন্ড কমে গেলে আমরা অনেকে চিন্তিত হয়ে পড়ি। তবে দুশ্চিন্তা না করে কিছু সহজ টিপস ফলো করলেই এই সমস্যার সমাধান করা সম্ভব। আসুন, জেনে নিই সাউন্ড বাড়ানোর জন্য কী কী করতে পারেন।
ভলিউম চেক করুন
প্রথমেই নিশ্চিত হয়ে নিন যে ফোনের ভলিউম কমিয়ে দেওয়া হয়নি। ফোনের ভলিউম বোতাম চেপে দেখুন, সম্ভব হলে সেটিংসে গিয়ে ভলিউম লেভেলগুলো ঠিকমতো আছে কি না, তা পরীক্ষা করুন।
স্পিকার পরিষ্কার করুন
অনেক সময় ফোনের স্পিকার ময়লা জমে যাওয়ার কারণে সাউন্ড কমে যায়। স্পিকার অংশে নরম ব্রাশ দিয়ে আলতোভাবে পরিষ্কার করুন। তবে খুব সতর্ক থাকতে হবে যাতে ভেতরে ময়লা বা পানি না ঢোকে।
সফটওয়্যার আপডেট চেক করুন
ফোনের সাউন্ড কমে যাওয়ার কারণ হতে পারে সফটওয়্যার বাগ। তাই ফোনের সফটওয়্যার আপডেট আছে কি না, দেখে নিন। আপডেট করার থাকলে ইনস্টল করুন, কারণ নতুন আপডেট সাউন্ড সমস্যার সমাধান করতে পারে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- স্মার্টফোন
- সাউন্ড সিস্টেম