![](https://media.priyo.com/img/500x/https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/13/1731491500-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg)
ঘন ধোঁয়াশায় ঢাকল দিল্লি, ব্যাহত বিমান পরিষেবা
দিল্লির বাতাসের গুণগত মান আরো নিচে নামল। বুধবার সকালে ঘন ধোঁয়াশায় ঢাকল রাজধানী। কম দৃশ্যমানতার কারণে বাতিল করতে হয়েছে একাধিক ফ্লাইটও। দিল্লিতে উত্তরোত্তর দূষণ বৃদ্ধি নিয়ে চিন্তিত প্রশাসন।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
আবহাওয়া ভবনের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন সকালে দিল্লির বাতাসের গুণগত মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) ছিল ৩৭০, যা ‘খুব খারাপ’ পর্যায়ে পড়ে। আগের দিন মঙ্গলবার একিউআই ছিল ৩৬১। সেই তুলনায় বাতাসের গুণগত মানের আরো অবনতি হয়েছে।