ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন শাহিন আফ্রিদি

ডেইলি স্টার প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৪, ১৭:১৮

আবারও সেই পুরনো শাহিন শাহ আফ্রিদিকে দেখা গিয়েছে অস্ট্রেলিয়ায়। তার দুর্দান্ত পারফরম্যান্সে ২২ বছর পর দেশটির মাটিতে সিরিজ জিতেছে পাকিস্তান। একই সঙ্গে নিজেও পেয়েছেন দারুণ এক পুরস্কার। এক বছর পর আবারও ফিরেছেন ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে।


অস্ট্রেলিয়ায় তিন ম্যাচে ১২.৬২ গড়ে ৮ উইকেট নিয়েছেন শাহিন। তাতেই তিন ধাপ এগিয়ে এক নম্বরে উঠে আসেন এই পাকিস্তানি পেসার। অন্যদিকে ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন সাবেক অধিনায়ক বাবর আজম। ফলে ওয়ানডেতে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই শীর্ষে এখন পাকিস্তানি ক্রিকেটার।


শাহিনের উত্থানে শীর্ষস্থান ছেড়ে দিতে হয়েছে কেশভ মহারাজকে। এক ধাক্কায় তৃতীয় স্থানে নেমে গেছেন এই প্রোটিয়া স্পিনার। বাংলাদেশের বিপক্ষে ভালো পারফর্ম করে দ্বিতীয় স্থান ধরে রেখেছেন রশিদ খান। চারে নেমেছেন ভারতের কুলদিপ যাদব।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও