সুইপের ফাঁদে তাওহীদ হৃদয়
দেশ রূপান্তর
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৪, ১১:৫৯
সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএলে দ্যুতি ছড়িয়ে আলোচনায় এসেছিলেন তাওহীদ হৃদয়। প্রথম আসরেই দারুণ পারফরম্যান্সে নির্বাচকদের নজর কাড়েন। জায়গা করে নেন জাতীয় দলে। লাল-সবুজের জার্সিতে মিডল অর্ডারে তার স্থিতিশীলতা ও শট নির্বাচনে দায়িত্বশীলতা মুগ্ধ করেছিল সবাইকে। কিন্তু সময় যত গড়িয়েছে, ক্রমশ তার দুর্বলতাও বেরিয়ে আসছে।
সর্বশেষ আফগানিস্তান সিরিজটা ভালো কাটেনি হৃদয়ের। তিন ম্যাচে করেছেন মাত্র ২৯ রান, সর্বোচ্চ ১১। শেষ ম্যাচে আউট হয়েছেন রশিদ খানের ঘূর্ণিতে। তবে দৃষ্টিকটু আউট ছিল আগের দুই ম্যাচে। দুটোতেই তিনি আউট হয়েছেন সুইপ শট খেলতে গিয়ে। শুধু এই দুটি ম্যাচই নয়, শেষ কয়েক মাসে তিনি অন্তত ৮ বার এই শট খেলতে গিয়ে আউট হয়েছেন।