ব্রিটানিক এক্সপ্লোরার: ইংল্যান্ডের প্রথম বিলাসবহুল স্লিপার ট্রেন

বণিক বার্তা প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৪, ১১:১২

আগামী গ্রীষ্মে ইংল্যান্ডের রেল ইতিহাসে একটি নতুন অধ্যায় যুক্ত হতে চলেছে—ব্রিটানিক এক্সপ্লোরার। ২০২৫ সালের জুলাই মাস থেকে লন্ডন থেকে শুরু করে কর্নওয়াল, লেক ডিস্ট্রিক্ট এবং ওয়েলসের নয়নাভিরাম রুট ধরে চলবে এই ট্রেন। ঐতিহাসিক রুট ধরে চলবে ব্রিটানিক এক্সপ্লোরার, যা প্রকৃতির মাঝেই বিলাসবহুল অনুভূতির স্বাদ দেবে।


রোমাঞ্চকর যাত্রার সূচনা


ব্রিটানিক এক্সপ্লোরারকে ঠিক সাধারণ ট্রেন বলা চলে না; এটি যেন এক চলমান শিল্পকর্ম। লন্ডনের বিখ্যাত ডিজাইন স্টুডিও আলবিয়ন নর্ড-এর ডিজাইনে এটি নির্মিত, যেখানে ট্রেনের প্রতিটি কেবিন, ডাইনিং কার এবং অবজারভেশন কারে ফুটে উঠেছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী বাড়িঘর এবং বাগানগুলোর সৌন্দর্য। এর সবুজ এবং ক্রিমের মনোমুগ্ধকর প্যালেট, মার্বেল টেবিলের টপ, প্লাশ সোফা এবং ট্রম্প ল'য়েল প্যাটার্নের কার্পেট এক বিলাসী অভিজ্ঞতা দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও