নতুন প্রজাতির বড় মাথার প্রাণীর সন্ধান

যুগান্তর প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮:০৪

বিজ্ঞানের একটি বিপ্লবী আবিষ্কার যা প্রাচীন মানববিদ্যার ক্ষেত্রে আলোড়ন সৃষ্টি করেছে, তা হলো একটি নতুন প্রাণীর সন্ধান, যাকে হোমো জুলুয়েন্সিস বলা হয়েছে। যাদের মাথার আকৃতি স্বাভাবিকের চেয়ে অনেক বড়। এই রহস্যময় গোষ্ঠী একসময় হোমো সেপিয়েন্সের সঙ্গে পূর্ব এশিয়ায় বসবাস করত। 


বিজ্ঞানীদের তথ্যানুযায়ী, খনিজ স্তর থেকে বের করা জীবাশ্মের বিশ্লেষণে দেখা গেছে, এই গোষ্ঠীর সদস্যদের মাথার আকার স্বাভাবিকের চেয়ে প্রায় ৩০ শতাংশ বড় ছিল।


হোমো জুলুয়েন্সিস প্রায় তিন লাখ বছর আগে পূর্ব এশিয়ায় বাস করত। তারা বন্য ঘোড়া শিকার করত ছোট গ্রুপে এবং পাথরের সরঞ্জাম তৈরি ও সম্ভবত প্রাণী চামড়া প্রক্রিয়া করে বেঁচে থাকার জন্য ব্যবহার করত। এই প্রজাতি প্রায় ৫০ হাজার বছর আগে বিলুপ্ত হয়ে যায়।


চীনের অ্যাকাডেমি অব সায়েন্সেসের প্যালিওঅ্যানথ্রোপোলজিস্ট শিউজি উ এবং হাওয়াই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানী ক্রিস্টোফার বায় তাদের গবেষণাপত্রে লিখেছেন, এই জীবাশ্মগুলো একটি নতুন ধরনের বড় মস্তিষ্কবিশিষ্ট হোমিনিনের প্রতিনিধিত্ব করছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে