প্রিপেইড মিটারে বিড়ম্বনা: আগে বিল আসত ৪ হাজার, এ মাসে ৪২ হাজার!

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৪, ১২:৫২

রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসিন্দা হাজেরা বেগম। নিজ বাড়িতে ব্যবহার করেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) প্রিপেইড মিটার। গড়পড়তা প্রতি মাসে তার বিদ্যুৎ বিল আসত চার হাজার টাকার মতো। কিন্তু চলতি মাসে বিল এসেছে ৪২ হাজার টাকা। বিশাল অঙ্কের এ বিল দেখে অবাক তিনি।


বিল প্রসঙ্গে অভিযোগ জানাতে ডিপিডিসির আসাদগেট অফিসে যান হাজেরা বেগম। সেখানে তার সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের।


হাজেরা বেগম বলেন, ‘বাসায় মিটার বসানোর আগে পাশের বাসার একটি মিটার থেকে সাবলাইন নিয়ে বিদ্যুৎ ব্যবহার করতাম। মিটার পাওয়ার পর প্রতি মাসে ব্যবহার বুঝে গড়ে দুই হাজার থেকে সর্বোচ্চ চার হাজার টাকা বিল আসত। কিন্তু এবার বিল এসেছে ৪২ হাজার টাকা, যা অবিশ্বাস্য। এত টাকা বিল আসার মতো বিদ্যুৎ ব্যবহার করা হয়নি, কিন্তু কীভাবে এলো, তা জানি না।’


অভিযোগ দেওয়ার পর ডিপিডিসির পক্ষ থেকে জানানো হয়, এত টাকা বিল আসার মতো বিদ্যুৎ ব্যবহৃত হয়নি। মিটারের বিষয়টি খতিয়ে দেখতে তার বাড়িতে বিদ্যুতের কর্মী পাঠানো হবে।


প্রিপেইড মিটার ব্যবহারের এ ভোগান্তি নতুন নয়। বাড়তি বিলের এমন অভিযোগ নিয়ে প্রতিনিয়ত বিদ্যুৎ অফিসগুলোতে ছুটছেন গ্রাহকেরা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও