কবে লঞ্চ হবে অ্যান্ড্রয়েড ১৬? জানালো গুগল
যুগান্তর
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৪, ১২:৩২
মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের জনপ্রিয় স্মার্টফোন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড। অন্যসব সেবার মতো অ্যান্ড্রয়েড নিয়েও বিশ্বব্যাপী চলে উন্মাদনা। ব্যবহারকারীরা মুখিয়ে থাকেন কবে আসবে নতুন ভার্সন সে অপেক্ষায়। এবার গুগল জানিয়েছে, পরবর্তী সংস্করণ প্রত্যাশার চেয়েও আগে আসবে। পূর্বে আগামী বছরের তৃতীয় প্রান্তিকে অ্যান্ড্রয়েড ১৬ সংস্করণ আসার কথা শোনা গেলেও এবার প্রযুক্তি জায়ান্টটি জানিয়েছে ভিন্ন কথা। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-এর দ্বিতীয় প্রান্তিকে উন্মোচিত হবে অ্যান্ড্রয়েড ১৬। অ্যান্ড্রয়েড অথরিটি।
নতুন ডিভাইস উন্মোচনের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রাখতেই অপারেটিং সিস্টেমটির নতুন সংস্করণ আগেভাগেই উন্মোচন করা হবে। অ্যান্ড্রয়েডের বড় আপডেট সাধারণত বছরের মাঝামাঝি সময়ে বাজারে আসে। আর ছোট কিছু আপডেট ছাড়া গত ১০ থেকে ১২ বছরে অধিকাংশ ক্ষেত্রেই তাই হয়েছে।