You have reached your daily news limit

Please log in to continue


তরুণদের দেখানো পথেই দেশকে গড়তে হবে : মঈন খান

তরুণ ছাত্র সমাজের দেখানো পথেই নতুন বাংলাদেশ গড়তে হবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেছেন, কেবল বন্দুকের জোরে ১৫ বছর সবাইকে দমিয়ে রেখেছিল স্বৈরশাসক হাসিনা। তবে নজিরবিহীন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তাদের পতন হয়েছে। এখন এই তরুণ প্রজন্মের দেখানো পথেই নতুন দেশকে গড়ে তুলতে হবে।

সোমবার (১১ নভেম্বর) জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে জুলাই বিপ্লবে আহত ছাত্র-জনতার চিকিৎসার খোঁজ-খবর নেওয়া, আর্থিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপির সঙ্গে আওয়ামী লীগ একত্রে কাজ করতে চায়, এমন বক্তব্য হাস্যকর দাবি করে মঈন খান বলেন, বিএনপির সঙ্গে আওয়ামী লীগ একত্রে কাজ করতে চায়, এমন কথা হাস্যকর। আওয়ামী লীগ কাপুরুষের মতো আত্মসমর্পণ করেছে। মুখোশধারী হয়ে তারা যাতে এদেশে আবার ফিরে আসতে না পারে পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন