ঝাড়খণ্ডে বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে আবার তোপ দাগলেন অমিত শাহ
নির্বাচন ঘনিয়ে আসার সাথে বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে বেশ উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ড। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি জেপি নাড্ডা-সহ অন্যান্য রাজনীতিকরা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ইস্যু বানিয়ে প্রায় প্রত্যেকদিনই ঝাড়খণ্ডের ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-কংগ্রেস জোটের বিরুদ্ধে তোপ দাগছেন।
সোমবার রাজ্যে বিজেপির এক নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আদিবাসী সম্প্রদায়ের মেয়েদের বিয়ে করলেও ‘‘অনুপ্রবেশকারীরা’’ জমির মালিকানা পাবেন না।
বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ইঙ্গিত করে তিনি বলেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জয় পেলে ‘‘অনুপ্রবেশকারীদের’’ জমি হস্তান্তর বন্ধের জন্য আইন পাস করবে। কয়েকদিন আগেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে একই ধরনের মন্তব্য করেছিলেন।