You have reached your daily news limit

Please log in to continue


নিরাপদ আর্থিক লেনদেনের প্রতীক হয়ে উঠছে ব্লকচেইন

ধরা যাক, কয়েক বন্ধু মিলে সিদ্ধান্ত নিলেন যে তারা সারা বছর পিৎজা খাওয়ার একটা হিসাব রাখবেন। কে কত টাকা খরচ করেছে, তা ওই হিসাবে লিপিবদ্ধ থাকবে। কিন্তু যে কাগজে খরচ লিখে রাখবেন, সেটা তো হারিয়ে যেতে পারে; কারো দ্বারা বিকৃত হওয়ার আশঙ্কাও আছে। এজন্য তারা এমন একটা নোটবুক ব্যবহারের সিদ্ধান্ত নিলেন, যেটার কপি সবার কাছেই থাকবে। সে নোটবুকে কেউ কোনো খরচ লেখার সঙ্গে সঙ্গে সেটার হালনাগাদ কপি সবাই পেয়ে যাবেন। এক্ষেত্রে যেহেতু সবার কাছেই একই কপি থাকবে, তাই একজন চাইলেই কিছু মুছতে বা বদলাতে পারবেন না। এছাড়া টাকা দেয়নি বা পাইনি বলেও কেউ অস্বীকার করতে পারবেন না।

তথ্য বা হিসাব সংরক্ষণের এ পদ্ধতির মধ্য দিয়ে ব্লকচেইন বোঝা যেতে পারে। ব্যাংকসহ অনলাইনভিত্তিক আর্থিক লেনদেনের ধারণা পাল্টে দিচ্ছে এ প্রযুক্তি। প্রযুক্তিবিদরা জানান, এ ব্যবস্থায় লেনদেনের তথ্য হারিয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই। কেউ চাইলে কোনো তথ্য মুছে ফেলতে কিংবা বিকৃতিও করতে পারবেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন