ঠিক মতো চুল পরিষ্কার না করার ৮ লক্ষণ
চুল ভেজানো, শ্যাম্পু করা, কন্ডিশনিং, ধোয়া, মোছা, শুকানো- এই ধারাবাহিক কাজের জন্য যে পরিমাণ সময় প্রয়োজন, সেটা সবসময় পাওয়া যায় না।
এজন্য অনেকেই সপ্তাহে একবার চুল পরিষ্কারের যুদ্ধে নামেন।
তবে আসল বিষয় হলে চুল ময়লা হলে ধুতে হবে। আর সেটা বোঝার জন্য রয়েছে বেশ কয়েকটি লক্ষণ।
আঠালো ভাব
শুষ্ক কিংবা তৈলাক্ত, মাথার ত্বক যেমনই হোক না কেনো, তেল উৎপাদন হবেই।
“নিয়মিত চুল পরিষ্কার করা না হলে তেল জমতে থাকে”- রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে মন্তব্য করেন নিউ ইয়র্ক সিটি’র চর্মরোগ বিশেষজ্ঞ ডা. হ্যাডলি কিং।
মাথার ত্বকে চুলকানি ও অস্বস্তি
চুলে তৈলাক্তভাব হওয়ার পাশাপাশি মাথার ত্বকে চুলকানি ও অস্বস্তি দেখা দেবে, যথেষ্ট পরিমাণে পরিষ্কার না করলে।
একই প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ‘ফ্যামিলি নার্স প্র্যাক্টিশনার’ জোডি লো-জেরফো বলেন, “যদিও সিবাম (মাথার তেল) প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।
- ট্যাগ:
- লাইফ
- পরিষ্কার
- চুল পরিচর্যা