ইউক্রেনে অক্টোবরে রাশিয়ার সর্বোচ্চ ক্ষতি হয়েছে : ব্রিটেন

কালের কণ্ঠ প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৪, ২১:৪১

রাশিয়ার সেনারা সম্প্রতি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ইতিহাসে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। ব্রিটেনের সশস্ত্র বাহিনীর প্রধান রবিবার এ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ প্রতিরক্ষাপ্রধান টনি রাডাকিন বিবিসিকে বলেন, অক্টোবর মাসে প্রতিদিন প্রায় দেড় হাজার রুশ সেনা হতাহত হয়েছে।


রাশিয়া তাদের যুদ্ধে নিহতের সংখ্যা প্রকাশ করে না।

তবে রাডাকিন জানান, গত মাসের এই ক্ষতি ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ আকারে হামলা শুরুর পর থেকে সবচেয়ে বড়।


ব্রিটিশ প্রতিরক্ষাপ্রধান বলেন, ‘রাশিয়া প্রায় সাত লাখ মানুষের মৃত্যু বা আহত হওয়ার পথে রয়েছে। পুতিনের উচ্চাকাঙ্ক্ষার কারণে রুশ জাতিকে যে বিশাল যন্ত্রণা সহ্য করতে হচ্ছে, সেটি অবর্ণনীয়।’


এ ছাড়া যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর প্রধান স্বীকার করেছেন, রাশিয়া কিছুটা ভূখণ্ড দখল করছে, তবে এসব ক্ষতি শুধু ‘সামান্য জমির বিনিময়ে’।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও