১৮ বছর পর বল গড়াল শহীদ চান্দু স্টেডিয়ামে
সকল বাঁধা পেরিয়ে টানা ১৮ বছর পর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বল গড়িয়েছে। রোববার (১০ নভেম্বর) জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রাজশাহী সবুজ দলকে ৩৪ রানে হারিয়েছে রাজশাহী লাল দল।
শহীদ চান্দু স্টেডিয়ামে আগে ব্যাট করে লাল দলের ছুড়ে দেওয়া ১৪০ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৮ দশমিক ৪ ওভারে ১০৫ রানেই গুটিয়ে যায় সবুজ দল। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান আসে শফিউল ইসলাম সুহাসের ব্যাট থেকে। ১৯ বলে ৪ ছক্কা ও এক চারে তিনি এই রান করেন। লাল দলের রিমন হোসেন ৩টি এবং একরামুজ্জামান ২টি উইকেট শিকার করেন।
রোববার দিনের একমাত্র ম্যাচে টস জিতে রাজশাহী সবুজ দল রাজশাহী লাল দলকে ব্যাট করতে পাঠালে লাল দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে করে ১৩৯ রান। দলের পক্ষে নাঈম আহম্মেদ অপরাজিত ৩৮ রান করেন। সবুজ দলের ফরহাদ রেজা, রনি এবং নাঈম জুনিয়র একটি করে উইকেট লাভ করেন।
এর আগে বেলা ১১টায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মাদ আশরাফুল, তামিম ইকবাল এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট মাঠ