শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ২০ কিলোমিটার যানজট
বকেয়া বেতনের দাবিতে গাজীপুর নগরীর মালেকের বাড়ি এলাকায় ‘টিএনজেড গ্রুপের’ শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন।
এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে টিএনজেডের শ্রমিকরা। একাধিবার বেতন পরিশোধের আশ্বাস দিয়েও কর্তৃপক্ষ কথা না রাখায় বেতন ছাড়া মহাসড়ক না ছাড়ার কথা জানিয়েছেন তারা।
এদিকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “শ্রমিকদের একটাই কথা, বেতন না পাওয়া পর্যন্ত আমরা হাইওয়ে রোড ছাড়বো না। মালিকপক্ষকে একাধিকবার সময় দেওয়া হয়েছিল, ওনারা বার বার বেতন পরিশোধে ব্যর্থ হয়েছেন; যে কারণে শ্রমিকরা এখন আর আমাদের কথা আর বিশ্বাস করে না।
“এখন আমরা কোন মুখে শ্রমিকদের বলবো যে, তোমরা আন্দোলন প্রত্যাহার করো, তোমাদের একটা ব্যবস্থা আমরা করে দিবো?। শ্রমিকরা গতকাল থেকে বসে আছে। আমরা তাদের একাধিকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ওরা নাছোড়বান্দা মহাসড়ক ছাড়বে না।”
- ট্যাগ:
- বাংলাদেশ
- পোশাক শ্রমিক
- শ্রমিক বিক্ষোভ