You have reached your daily news limit

Please log in to continue


ঢাকাসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীসহ সারা দেশে ১৯১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। রবিবার সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক ক্ষুদেবার্তায় এই তথ্য জানিয়েছেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর আত্মগোপনে চলে যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর থেকে প্রকাশ্যে কোনো কর্মসূচি দেয়নি দলটি।

তবে নূর হোসেন দিবস উপলক্ষে আজ রবিবার বিকেল তিনটায় গুলিস্তানের জিরো পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হয়ে মিছিল করার আহ্বান জানিয়েছে দলটি।

এরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আওয়ামী লীগের এই কর্মসূচি প্রতিহত করার ঘোষণা আসে। এ ছাড়া কঠোর হুঁশিয়ারি দিয়েছে অন্তর্বর্তী সরকার। পরে গতকাল রাতেই ছাত্র-জনতা গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থান নেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন