দুই-চাকায় ভর করে যেভাবে চলে জীবন

ডেইলি স্টার প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৪, ১০:৩৪

রাজধানী ঢাকার ব্যস্ত রাস্তা। যানজটের সময় চলতে হয় আঁকা-বাঁকা সরু গলি ধরে। গাড়ির ধোঁয়া মসৃণ পর্দার মতো ঝুলে থাকে নগরের দিগন্তে। কোটি মানুষের এই শহরে বেশ কয়েক বছর আগে এসেছে এক নতুন পেশা। তারা শহরের বিশৃঙ্খল রাস্তায় মোটরবাইক ও স্মার্টফোনকে কাজে লাগিয়ে চালিয়ে নিচ্ছেন জীবন-জীবিকা।


তারা ঢাকার রাইড শেয়ারিং ড্রাইভার। তাদের গল্প রাজধানীর গিগ অর্থনীতির সম্ভাবনা ও অনিশ্চয়তা উভয়ই তুলে ধরে।


ঢাকার রাস্তায় চাকার জীবন


মোহাম্মদ রাহাত মিয়ার দিন শুরু হয় সূর্য ওঠার আগেই। প্রায় ২৫ বছর বয়সী এই তরুণ একাধারে ছাত্র, অফিস কর্মী ও বাইকচালক।


তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভোর ৬টার দিকে ঘুম থেকে উঠি। সাড়ে ৬টার মধ্যে রাস্তায়। সকালের যাত্রী নেওয়ার চেষ্টা করি। যানজট শুরুর আগেই ৫০০-৬০০ টাকা আয়ের চেষ্টা থাকে।'


অফিস থেকে পাওয়া ১৪ হাজার টাকায় জীবন চালানো সম্ভব হয় না বলেই রাহাত অন্য অনেকের মতো রাইড শেয়ারিংয়ে ঝুঁকেন। তবে হঠাৎ শুরু করা আয়ের এই পথ ধরেই তিনি পরিবারের খরচ মেটানোর চেষ্টা করছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও