তথ্যপ্রযুক্তি খাতে উচ্চ মূল্য সংযোজনে গুরুত্ব দিতে হবে: সেমিনারে অভিমত
দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিপুল সম্ভাবনা থাকলেও দক্ষতা ও প্রয়োজনীয় নীতির অভাবে তা সম্ভব হচ্ছে না। সেই সঙ্গে এখন উচ্চ মূল্য সংযোজনে গুরুত্ব দেওয়ার সময় এসেছে বলে মনে করেন বক্তারা। সেই সঙ্গে আইসিটি কোম্পানিগুলোকে বিদেশে কার্যালয় স্থাপনের অনুমিত দেওয়া প্রয়োজন।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত আজ ‘তথ্যপ্রযুক্তি খাতের প্রবৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ বলেন, তথ্যপ্রযুক্তি পরিষেবা, সফটওয়্যার, যন্ত্রপাতিসহ তথ্যপ্রযুক্তির বৈশ্বিক বাজার প্রায় ৩ ট্রিলিয়ন বা ৩ লাখ কোটি ডলার। বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতে বৃহত্তম জনগোষ্ঠী থাকা সত্ত্বেও বাংলাদেশের আয় ২৫০ কোটি ডলার, যা তেমন উল্লেখযোগ্য নয়।
ডিসিসিআই আয়োজিত সেমিনারে মাননীয় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন। খবর বিজ্ঞপ্তি