ছবির মতো সুন্দর এক দেশ, কেন পর্যটকরা সেখানে যান না?

জাগো নিউজ ২৪ তুর্কমেনিস্তান প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৪, ১৭:৫৪

পৃথিবীতে যত দেশ আছে তার একেকটি একেক কারণে মানুষের নজরে থাকে। আরব আমিরাত থেকে শুরু করে আমেরিকা, কিংবা থ্যাইল্যান্ড একেক কারণে পর্যটকদের কাছে জনপ্রিয়। সারা বছরই এসব দেশে পর্যটকরা আসেন। দেশগুলোর অর্থনীতিতে যা অনেক বড় অবদান রাখে।


তবে ছবির মতো সুন্দর ঝকঝকে এক দেশের কথা জানাব আজ। যেখানে আছে সোনা, রুপার তৈরি প্রাসাদ এবং চোখ জুড়ানো নানান দৃশ্য। নানান স্থাপত্য, ভাস্কর্যের সম্ভার এখানে। তবে দেখার জন্য কেউ আসে না এখানে। মূলত পর্যটকদের অনুমতি দেয় না দেশটি।


দেশটির নাম তুর্কমেনিস্তান। মধ্য এশিয়ার একটি দেশ এটি, যা ক্যাস্পিয়ান সাগরের পূর্বে অবস্থিত। দেশটি বিশাল মরুভূমি এবং প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদের জন্য পরিচিত। তবে এটি বিশ্বের সবচেয়ে বন্ধ এবং কঠোরভাবে নিয়ন্ত্রিত দেশগুলোর একটি হিসেবে বিবেচিত। দেশের সরকার বেশ কড়া এবং জনজীবনের প্রতিটি ক্ষেত্রে রাষ্ট্রের শক্তিশালী নিয়ন্ত্রণ বিদ্যমান।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে