প্রলয়ংকরী ঢেউ সুনামি
দেশ রূপান্তর
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০৮:১১
সুনামি এক ভয়াবহ প্রাকৃতিক শক্তি, যা উপকূলীয় জনপদকে মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড করে দিতে পারে। সুনামির সৃষ্টি, গঠন ও ইতিহাস নিয়ে লিখেছেন অনিন্দ্য নাহার হাবীব
সুনামি, শব্দটি শুনলেই সমুদ্রের বিশাল শক্তি এবং তার ধ্বংসলীলার ছবি চোখের সামনে ভেসে ওঠে। জাপানি শব্দ থেকে এই শব্দটির উৎপত্তি, যেখানে ‘ত্সু’ শব্দের অর্থ ‘বন্দর’ এবং ‘নামি’ শব্দের অর্থ ‘ঢেউ’। অর্থাৎ বন্দরের ওপর আছড়ে পড়া ভয়ংকর ঢেউ। সুনামি হলো সাগরের নিচে, বিশেষত সমুদ্রের তলদেশে, সৃষ্ট কোনো আকস্মিক ও বিপুল পরিমাণ জলস্থানচ্যুতিজনিত কারণে উৎপন্ন এক ধারাবাহিক বিশাল ঢেউ। এই জলস্থানচ্যুতির প্রধান কারণ হলো ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত অথবা বিশাল ভূমিধস। এটি সাধারণ সমুদ্রের জোয়ার-ভাটার মতো সাধারণ ঢেউ নয়; এটি এক ভয়াবহ প্রাকৃতিক শক্তি, যা উপকূলীয় জনপদকে মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড করে দিতে পারে।
- ট্যাগ:
- জটিল
- সুনামির সতর্কতা
- সুনামি