‘নাট্যকর্মীদের পরিচয় স্পষ্ট, হামলাকারী কারা?’
রাজধানীতে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটক বন্ধ করতে আসা ব্যক্তি এবং গ্রুপ থিয়েটার ফেডারেশনের সমাবেশে হামলাকারীদের পরিচয় শনাক্ত করে এসব ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে।
গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ বলেছেন, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে প্রতিবাদ কর্মসূচি দেওয়া হবে।
ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ বলেন, “আমরা তো নাট্যকর্মী, আমাদের পরিচয় স্পষ্ট। তবে যারা নাটক বন্ধ করতে চায়, তারা কারা? আমরা তাদের পরিচয় জানতে চাই। তারা যেভাবে আমাদের উপর হামলা করেছে, তা সন্ত্রাসী আচরণ। আমরা এর বিচার চাই।”
শনিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত সংবাদ সম্মেলনে কামাল বায়েজীদ বলেন, “যারা হামলা করেছে, এই চিহ্নিত সন্ত্রাসীদের বিচারের আওতায় এনে শিল্পচর্চার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”
আগামী ১৫ নভেম্বরের মধ্যে তদন্ত করে ব্যবস্থা না নেওয়া হলে সারাদেশের নাট্যকর্মীদের নিয়ে প্রতিবাদ সমাবেশে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন কামাল বায়েজীদ।
- ট্যাগ:
- বিনোদন
- শিল্পকলা একাডেমি
- নাট্যকর্মী
- শিল্পকলা