তৃতীয় প্রান্তিকে বিক্রির তালিকায় শীর্ষে আইফোন ১৫
বণিক বার্তা
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৪, ১১:৩৩
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিক্রীত স্মার্টফোনের তালিকার শীর্ষস্থান দখল করেছে টেক জায়ান্ট অ্যাপলের আইফোন ১৫। তালিকার পরবর্তী দুটি স্থানও অ্যাপলের, যথাক্রমে আইফোন ১৫ প্রো ম্যাক্স ও আইফোন ১৫ প্রো। প্রথম তিনটি স্থানে স্যামসাংয়ের স্মার্টফোন না থাকলেও শীর্ষ ১০-এ প্রতিষ্ঠানটির উপস্থিতি বেশ ভালো। গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট টেকনোলজি মার্কেট রিসার্চের গ্লোবাল হ্যান্ডসেট মডেল সেলস ট্র্যাকার এসব তথ্য জানিয়েছে।
তৃতীয় প্রান্তিকে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিক্রীত স্মার্টফোনের তালিকায় শীর্ষ ১০টি স্থানের মধ্যে স্যামসাংয়ের পাঁচটি, অ্যাপলের চারটি ও শাওমির একটি স্মার্টফোন জায়গা করে নিয়েছে। শীর্ষ ১০-এ স্থান পাওয়া স্মার্টফোনগুলোর সামগ্রিক বাজার হিস্যা ১৯ শতাংশ।
- ট্যাগ:
- প্রযুক্তি
- আইফোন
- আইফোন বিক্রি