আলট্রাসাউন্ড না ম্যামোগ্রাম, স্তন ক্যানসার শনাক্তকরণের জন্য কোনটি ভালো?
নারীদের প্রতি মাসে নিজের স্তন নিজেরই পরীক্ষা করা উচিত। যেহেতু বয়সের সঙ্গে সঙ্গে স্তন ক্যানসারের প্রকোপ বাড়তে থাকে, তাই ৪০ বা তার বেশি বয়সীদের অতিরিক্ত সচেতন হওয়া উচিত।
৫০ বছর বা তার বেশি বয়সীদের জন্য প্রতি দুই বছরে একবার এবং ৪০ থেকে ৪৯ বছর বয়সীদের জন্য প্রতিবছরে একবার নিয়মিত স্তন স্ক্রিনিং করা উচিত।
স্তন ক্যানসার শনাক্ত করতে ম্যামোগ্রাম এবং আলট্রাসাউন্ড—দুটি পরীক্ষা সাধারণত ব্যবহৃত হয়ে থাকে। ৩৫ থেকে ৪০ বছর বয়স হলেই আপনার চিকিৎসকের সঙ্গে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের ব্যাপারে আলাপ করুন। কবে থেকে শুরু করা উচিত, সে ব্যাপারে সিদ্ধান্ত নিন।
যাঁদের স্তন ক্যানসারের ঝুঁকি বেশি, তাঁদের ক্ষেত্রে আরও আগে স্ক্রিনিং শুরু করা জরুরি। যেমন আপনার পরিবারে যদি কারও অল্প বয়সে স্তন ক্যানসার হয়ে থাকে, সে ক্ষেত্রে অবশ্যই আপনার চিকিৎসকের সঙ্গে আলাপ করে যথাসময়ের আগে স্তন ক্যানসার স্ক্রিনিং শুরু করবেন।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- স্তন ক্যান্সার
- মেডিকেল টেস্ট