ফর্মে ফিরতে বাবরকে কোহলির পথে হাঁটতে বললেন পন্টিং

ডেইলি স্টার প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৪, ২০:১৬

মাঝে সময়টা বেশ বাজে কাটছিল ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির। একের পর এক ম্যাচে ব্যর্থ হয়েছেন। তাতে হয়েছিল তীব্র সমালোচনাও। তখন বেশ কিছুদিন ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রাখেন কোহলি। এরপর চেনা ছন্দের দেখা পান এই ক্রিকেটার। পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমকেও ঠিকই এই পথ অনুসরণ করতে বললেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং।


অনেক দিন থেকেই সময়টা ভালো যাচ্ছে না বাবরের। বিশেষকরে টেস্ট ম্যাচে। ২০২৩ সাল থেকে মাত্র ২০.৭ গড়ে রান করেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে বর্ণহীন পারফর্মের পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টেও ছিলেন ব্যর্থ। যে কারণে ঘরের মাঠে বাকি দুই টেস্টে বাদ পড়ে যান এই ক্রিকেটার। তবে ছন্দে ফিরতে আপাতত কিছুদিন ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন পন্টিং।


সম্প্রতি বাবরকে নিয়ে পন্টিং বলেছেন, 'সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল তারা (পাকিস্তান) কীভাবে বাবরকে তাদের দলে ফিরিয়ে আনবে। তাদের বাবরকে ফর্মে ফেরার এবং তাদের (টেস্ট) দলে ফিরে আসার উপায় খুঁজে বের করতে হবে। আপনি যখন তার (বাবরের) সংখ্যাগুলি দেখেন, তখন আমরা বিরাটের (কোহলি) সঙ্গে আগে যে বিষয়ে কথা বলছিলাম তার মতোই মনে হয়।'


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও