You have reached your daily news limit

Please log in to continue


১১ রানেই নেই শেষ ৭ উইকেট—শুধু বাংলাদেশই এমন নয়, অন্যরাও আছে

বাংলাদেশ দলের খেলা থাকলে বাসায় ফিরেই টিভি ছেড়ে দিয়ে একবার স্কোর দেখে নেওয়া এ দেশের অনেক ক্রিকেটপ্রেমীর অভ্যাস। কাল রাতেও কেউ কেউ টিভি ছেড়ে দিয়ে হয়তো অন্য কোনো কাজ করেছেন। কিন্তু কাজ শেষে টিভিতে মুখ ফিরিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, তা সুখকর নয়।

শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কাল ২৩৫ রান তাড়া করতে নেমে একপর্যায়ে ২ উইকেট হারিয়ে ১২০ রান তুলেছিল বাংলাদেশ। ৩ উইকেট পড়েছিল ১৩২ রানে। রহস্যময় স্পিনার আল্লাহ গজনফরের সঙ্গে রশিদ খানের ঘূর্ণি–জাদুতে সেখান থেকে আর ১১ রান যোগ করতেই অলআউট নাজমুল হোসেন দল! ৯২ রানের জয়ে ৩ ম্যাচ সিরিজে আফগানরা এগিয়ে গেছে ১–০ ব্যবধানে।

বাংলাদেশের এমন অবিশ্বাস্য ব্যাটিং–ধস ওয়ানডে ইতিহাসে নজিরবিহীন তো নয়ই; একেবারে বিরলও নয়। আদতে ১১ রানের মধ্যে শেষ ৭ উইকেট খোয়ানো বাংলাদেশের জন্য নতুন কোনো ঘটনাও নয়। ২০১৪ সালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৮ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারিয়েছিল তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন