আবারও ট্রাম্প, বিশ্ব রাজনীতির গতি এখন কোন দিকে?

ঢাকা পোষ্ট ড. ফরিদুল আলম প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৪, ১০:৫৪

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে পরাস্ত করে ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে ৪ বছর পর আবারও হোয়াইট হাউসে ফিরতে যাচ্ছেন তিনি। নানা দিক দিয়ে এই নির্বাচনটি বিশেষ গুরুত্বের দাবি রাখে।


এই নির্বাচনে মার্কিন ভোটাররা এমন একজনকে নির্বাচিত করলেন, যিনি ইতিমধ্যে একটি মামলায় দোষী সাব্যস্ত এবং তার শাস্তির বিষয়টি অপেক্ষমাণ। ধারণা করা যায়, রায়ে তার জেল হলেও এই নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তিনি হয়তো জরিমানা দিয়ে নিজেকে রক্ষা করতে পারবেন।


নির্বাচনটি মার্কিন ভোটারদের দৃষ্টিভঙ্গিকে নতুন করে বিশ্লেষণের দাবি রাখে। এর আগেরবার, অর্থাৎ ২০১৬ সালে মার্কিন ভোটাররা অনেকটা নীরবে ট্রাম্পকে বিজয়ী করেছিলেন। যার কারণে প্রতিটি জনমত জরিপে সেই সময়ের ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে এগিয়ে রাখা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও