নিত্যপণ্য আমদানিতে অর্থ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে: সালেহউদ্দিন আহমেদ
সরকারি পর্যায়ে আরও সার, চিনি, গম ও চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। সে জন্য অর্থের বরাদ্দ নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ বুধবার সচিবালয়ে ক্রয় কমিটির বৈঠকের পর সাংবাদিকদের এ কথাগুলো বলেন তিনি।
এ ছাড়া রোজার আগে খেজুর ও মসুর ডাল আমদানির অনুমতি দেওয়া হবে। বাজারে কোনো পণ্যের ঘাটতি বা দাম বৃদ্ধির কারণে যেন ভোক্তাদের কষ্ট না হয়, তা নিশ্চিত করা হবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।
আজ সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২০২৪ সালের ১১তম সভা অনুষ্ঠিত হয়। সভায় বিবিধ বিষয়সহ সর্বমোট আটটি প্রস্তাব উপস্থাপিত হয়।
খাদ্যদ্রব্যের মজুত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে কী কী জিনিস আমদানি বা মজুত করতে হবে সরকারি ও বেসরকারি পর্যায়ে, এসব বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। কী কী জিনিস আমদানি করতে হবে, কোন দামে ও কখন করতে হবে, তা–ও মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হয়েছে। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে তা আসবে বলে জানান অর্থ উপদেষ্টা।
দেশে ইতিমধ্যে ধান উঠতে শুরু করেছে বলে জানান সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ধান ও চাল কী দামে কিনতে হবে, তা নির্ধারণ করে দেওয়া হয়েছে। লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে। বর্তমানে যে মজুত আছে এবং আজ যে অনুমোদন দেওয়া হয়েছে, তা যোগ করে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে হিসাব কিছুটা বাড়িয়ে ধরা হয়েছে।