শেয়ারবাজার: লেনদেনে উত্থান-পতন, সোয়া এক ঘণ্টায় লেনদেন ২০৪ কোটি টাকা
সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজও লেনদেনে ভালো গতি দেখা যাচ্ছে। তবে লেনদেনে বেশ উত্থান-পতন রয়েছে। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটেই ১১৫ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে ডিএসইতে।
আজ বুধবার ডিএসইতে প্রথম সোয়া এক ঘণ্টা শেষে লেনদেনে বেশ উত্থান-পতন দেখা গেছে। এই সময়ে ডিএসইর দুটি সূচক ছিল ঊর্ধ্বমুখী। এর মধ্যে ডিএসইএক্স ৭ দশমিক ৭ পয়েন্ট, ডিএসইএস ৫ দশমিক ৪ পয়েন্ট বেড়েছিল। তবে এ সময়ে ডিএস৩০ সূচক শূন্য দশমিক ১৮ পয়েন্ট কমেছে।
গতকাল মঙ্গলবার সূচকের বড় উত্থানের পর আজ দিনের শুরু থেকে সূচকে উত্থান-পতনের ধারা দেখা যাচ্ছে। বাজার–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত দু-তিন দিনের সূচকের উত্থানের পর বিনিয়োগকারীদের একটি অংশ মুনাফা তুলে নিচ্ছেন। এ কারণে সূচকে কিছুটা উত্থান-পতন দেখা যাচ্ছে। এটি বাজারের স্বাভাবিক ধারা বলেই মনে করছেন তাঁরা।