You have reached your daily news limit

Please log in to continue


মধ্যরাতে রাজধানীতে বজ্রবৃষ্টি, বইছে হিমেল হাওয়া

মধ্যরাতে বজ্রসহ শীলাবৃষ্টি হয়েছে রাজধানীতে। রাত ২টা থেকে বৃষ্টি শুরু হয়। চলে রাত ৩টা পর্যন্ত। ঝুম বৃষ্টির সঙ্গে বিকট শব্দে বজ্রপাত হয়। এর সঙ্গে ছিল শিলা। বৃষ্টির কারণে অনেক রাস্তায় পানি জমে যায়। এতেই শীতের বার্তা দিয়ে ছুঁয়ে গেছে হিমেল হাওয়া। 

খিলক্ষেত, কুড়িল বিশ্বরোড, নতুনবাজার, বাড্ডা, রামপুরা, পল্টন, বনশ্রী, মতিঝিল, গুলিস্তানসহ অনেক এলাকায় বৃষ্টি হওয়ার খবর পাওয়া যায়। বজ্রপাতের বিকট শব্দে ঘুম ভেঙে যায় অনেকের। রাতের অনেককে ফেসবুকে পোস্ট দিয়ে বৃষ্টির ভিডিও ও ছবি শেয়ার করতে দেখা গেছে।

হালকা শীতল আবহাওয়াতে গণপরিবহণগুলো অনেকটাই ফাঁকা। সেসব পরিবহণের দু-চারটা সিটে যাত্রী বাকিগুলো ছিল ফাঁকা। কিছু কিছু সিএনজি, রিকশা মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকলেও যাত্রীর দেখা মেলেনি।

ন্যান্য দিনের মতো মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত গরম আবহাওয়া অনুভব হচ্ছিল ঢাকায়। কিন্তু সন্ধ্যার শীতল দমকা হাওয়া নগরের আবহাওয়া পরিবর্তনের জানান দেয়। পরে রাত সাড়ে ১০টার পর এক দফা হালকা বৃষ্টি হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন