বিনা ভোটের সরকারকে বেশিদিন মেনে নেওয়া হবে না: মির্জা আব্বাস

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৪, ২০:১৩

দেশের মানুষকে কোনো ধরনের ধোঁয়াশায় না রাখার পরামর্শ দিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে আগামী সংসদ নির্বাচনের দিন-তারিখ জানতে চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।


এ সময় বিনা ভোটের সরকারকে বেশি দিন ‘মেনে নেওয়া হবে না’ বলেও হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।


তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার রাষ্ট্র কাঠামোর কী কী সংস্কার করতে চায় এবং সেটা করতে কতদিন লাগবে- কোনো ছলচাতুরি ছাড়াই তা স্পষ্ট করে অবিলম্বে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুন।


“অন্তবর্তীকালীন সরকারকে বলব, জাতিকে ধোঁয়াশায় রাখবেন না। দেশের মানুষ আওয়ামী লীগের নেতৃত্বাধীন গত ১৬ বছরের বিনা ভোটের সরকারকে মানেনি, এখন এই সরকারকেও দীর্ঘদিন মানবে না।”


সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় কথা বলছিলেন আব্বাস।


বর্তমানে দেশের পরিস্থিতি ‘ঘোলাটে’ বলে মন্তব্য করেছেন মির্জা আব্বাস। তার শঙ্কা আগামীতে তা আরও ‘ঘোলাটে হবে’।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও