You have reached your daily news limit

Please log in to continue


ট্রাম্প–কৌশল ঠেকাতে প্রস্তুত ডেমোক্র্যাটরা

এককথার মানুষ ডোনাল্ড ট্রাম্প, সেই ২০১৬ সালেই তিনি জানিয়ে দিয়েছিলেন, তিনি জিতলেই কেবল ভোটের ফলাফল মেনে নেবেন। অন্যথা ধরতে হবে ভোট চুরি হয়েছে। ২০২০ সালে জো বাইডেন সাত কোটি ভোট বেশি পেয়েছিলেন, কিন্তু ট্রাম্পের এককথা, তিনিই জিতেছেন। কোনো প্রমাণ ছাড়া নিজের দাবি নিয়ে বারবার আদালতে গেছেন, প্রতিবারই প্রত্যাখ্যাত হয়েছেন। সব দরজা যখন বন্ধ হয়ে গেছে, তখন ২০২১ সালের ৬ জানুয়ারি তিনি হাজার দশেক সশস্ত্র সাঙ্গপাঙ্গ নিয়ে দ্য ক্যাপিটল (কংগ্রেস ভবন) আক্রমণ করেছেন। কাজ হয়নি, সেখানেও তিনি ব্যর্থ হয়েছেন।

২০২৪ সালে এসেও ট্রাম্প ভাঙা রেকর্ডের মতো একই কথা বলে চলেছেন। গত রোববার পেনসিলভানিয়ায় এক সভায় বলেছেন, ২০২০ সালের নির্বাচনের পর তাঁর হোয়াইট হাউস ছেড়ে আসা উচিত হয়নি। তাঁকে বারবার প্রশ্ন করা হয়েছে, এবারের ভোটে হেরে গেলে তিনি কি সেই ফল মেনে নেবেন? তাঁর উত্তর, যদি কারচুপি না হয়, তিনি জিতবেন। একই প্রশ্ন বারবার করায় শুকনো মুখে বলেছেন, যদি মুক্ত ও সঠিক নির্বাচন হয়, যদি সবকিছু সৎ ভাবে সম্পন্ন হয়, তাহলে সেই ফলাফল তিনি মেনে নেবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন