You have reached your daily news limit

Please log in to continue


বন্যায় মানুষের দুর্ভোগের সময়ে ফুটবল চান না আনচেলত্তি

পুরো এক বছরে যতটা বৃষ্টি হয়ে থাকে, তার সমপরিমাণ ঝরেছে মাত্র আট ঘণ্টায়। এতে স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে যে ভয়াবহ বন্যা দেখা গেছে, তাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অনেকে প্রাণ হারিয়েছেন, হাজারো মানুষ ভীষণ কষ্টে দিন কাটাচ্ছেন, এমন কঠিন পরিস্থিতিতে ফুটবল নিয়ে উচ্ছ্বাসের কিছু দেখেন না রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

ভালেন্সিয়ায় আকস্মিক এই বন্যায় সবশেষ পাওয়া খবর অনুযায়ী, ২১৭ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এখও অনেকে নিখোঁজ রয়েছেন। ঘরহারা অনেক মানুষ সেখানে কষ্টে দিন কাটাচ্ছে।

দেশের এই কঠিন সময়ে অনিচ্ছাসত্ত্বেও মাঠে নামতে হচ্ছে আনচেলত্তির দলকে। চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার এসি মিলানের মুখোমুখি হবে রেয়াল। সান্তিয়াগো বের্নাবেউয়ে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত দুইটায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন