এগিয়ে আসছে সময়সীমা, আদানির পাওনা পরিশোধে দ্রুত ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ
বিদ্যুতের মূল্য হিসাবে আদানি পাওয়ার বাংলাদেশের কাছে যে অর্থ পায়, তা দ্রুত পরিশোধ করতে ব্যবস্থা নিচ্ছে সরকার। বিষয়টি নিষ্পত্তি করতে ভারতীয় কোম্পানিটি ৭ নভেম্বরের যে সময়সীমা বেঁধে দিয়েছে, তার আগেই বাংলাদেশ এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে বলে দুজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন। বিদ্যুৎ বিক্রি বাবদ বাংলাদেশের কাছে আদানির ৮০ কোটি ডলার পাওনা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আদানি বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি অর্ধেক কমিয়ে দিয়েছে। ঝাড়খান্ড রাজ্যের গড্ডায় অবস্থিত ১৬০০ মেগাওয়াট সক্ষমতার কেন্দ্র থেকে আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বকেয়া অর্থ পরিশোধের জন্য ৭ নভেম্বরের সময়সীমা বেঁধে দিয়েছে দিয়েছে আদানি।
বিষয়টি সম্পর্কে জানে এমন তিনটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় কয়লা আমদানি করতে আদানি পাওয়ার সমস্যার মুখোমুখি হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, আদানি আগে ১ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করলেও চলতি মাসে তা ৭০০–৮০০ মেগাওয়াটে নামিয়ে এনেছে।