ঢাকার আরও ১০ সড়ক জানুয়ারিতে হর্নমুক্ত হচ্ছে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৪, ২০:৪৫

দূষণ কমাতে ঢাকার আরও ১০টি সড়ককে নীরব এলাকা করার উদ্যোগ নেওয়ার কথা বলেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।


নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে এসব রাস্তা হর্নমুক্ত ঘোষণা করা হবে বলে সোমবার এক অনুষ্ঠানে বলেছেন তিনি।


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, “দেশকে হর্নমুক্ত করতে প্রয়োজনীয় আইন সংশোধন করা হবে। দেশকে হর্নমুক্ত রাখতে সবাইকে নিজের গাড়ি নিয়ন্ত্রিতভাবে চালাতে হবে এবং হর্ন ব্যবহার কমাতে হবে।”


এসব সড়ক হর্নমুক্ত হলে রাজধানীতে নীরব সড়কের সংখ্যা হবে ১৫টি। আর দেশজুড়ে পরিবেশ অধিদপ্তর ঘোষিত ‘নীরব এলাকা’ বেড়ে হবে ২২টি।


সবশেষ গত ১ অক্টোবর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা ও এর উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার (স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লো মেরিডিয়ান পর্যন্ত) এলাকাকে সম্প্রতি শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ এর বিধি-৪ অনুযায়ী ‘নীরব এলাকা’ ঘোষণা করা হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও