You have reached your daily news limit

Please log in to continue


দুই গোল করে ওলমো বললেন, ‘আরও বেশি চাই’

কোচ জানালেন, এখনও শতভাগ ফিট হয়ে ওঠেননি দানি ওলমো। তার পারফরম্যান্স দেখে সেটি কে বলবে! দেড় মাসের বেশি সময় পর শুরুর একাদশে ফিরেই তিনি জ্বলে উঠলেন দারুণভাবে। জোড়া গোল করে জেতালেন বার্সেলোনাকে। ম্যাচের পর এই উইঙ্গার বললেন, এইটুকুতেই তৃপ্ত নন তিনি। তার চাওয়া আরও অনেক কিছু।

এই মৌসুমেই বার্সেলোনায় যোগ দিয়ে দ্রুতই দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন ওলমো। তবে চোটের থাবায় থমকে যায় তার পথচলা। গত সেপ্টেম্বরের মাঝামাঝি চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে পড়েন তিনি। সেই চোট কাটিয়ে মাঠে ফেরেন গত ২৩ অক্টোবর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে। বায়ার্ন মিউনিখের বিপক্ষে সেদিন ৭৬তম মিনিটে তাকে নামান কোচ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন